রুহুল আমিন হাজারী দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনায়ন পত্র জমা দিয়েছেন দৈনিক আজকালের খবর দেবীদ্বার উপজেলা প্রতিনিধি সাংবাদিক এ আর আহমেদ হোসাইন। শনিবার সকাল ১১টায় এলাকার গন্যমান্য ব্যক্তি, সুশিল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটানিং কর্মকর্তা মো. আলতাফ হোসেন’র নিকট মনোনায়ন ফরম জমা দেন তিনি।
দেবীদ্বার পৌরসভার ৭ নং ওয়ার্ডকে একটি আধুনিক ডিজিটাল পৌর ওয়ার্ড গঠন করা, অনিয়ম, ঘূষ, চাঁদাবাজ, দূর্নীতি, সন্ত্রাস, মাদক, বাল্য বিয়ে-যৌতুক ইভটিজিং মুক্ত পৌরসভা গঠন করবেন বলে তিনি জানান। উল্লেখ্য পৌরসভা প্রতিষ্ঠার ২১ বছর পর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে পৌরবাসীর মধ্যে বিপুল উৎসাহ আনন্দ দেখা দেয়। আগামী ১৭ জুলাই পৌর নির্বাচনকে সামনে রেখে যার যার অবস্থান থেকে প্রার্থীতা ঘোষণায় ‘চাষ্টলগুলোতে চলছে ভোট ও জয়-পরাজয়ের হিসাব-নিকাশ, সভা-সমাবেশ, র্যালী, আলোচনা সভা, পোষ্টারিং,লিফলেট বিতরণ। ১৮ জুন মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ, বাছাই ১৯ জুন, প্রত্যাহার ২৫ জুন, প্রতীক বরাদ্ধ ২৬ জুন এবং ভোট গ্রহন ১৭ জুলাই। এদিকে শনিবার দুপুর পর্যন্ত মেয়র পদে ০৪ টি, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রায় অর্ধশতাদিক মনোনয়ন পত্র জমা পড়েছে বলে জানা যায়।