দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্র- ছাত্রীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৫৮ জন পরীক্ষার্থীদের মাঝে ৯ জন জিপিএ ফাইভ পেয়ে স্কুলের সুনাম বয়ে আনলে স্কুলের পরিচালনা পর্ষদ এর উদ্যোগে সফল ছাত্র ছাত্রীদের মাঝে এ সংবর্ধনা দেওয়া হয়। শনিবার(১২ জুলাই) স্কুলের পরিচালনা পর্ষদ এর সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক মো.জসিম উদ্দিনের সভাপতিত্বে স্কুলের হল রুমে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের পরিচালনা পর্ষদ এর নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক মো.মনিরুল ইসলাম আকন্দ,প্রধান শিক্ষক মো. আব্দুস ছাত্তার,এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক(অর্থ) মো.ফখরুল ইসলাম মোশারফ ও মো. হান্নান মুন্সীসহ অত্র স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম বাছির। ছাত্র-ছাত্রী,শিক্ষক ও অভিভাবক মন্ডলীর উপস্থিততে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্যদের মাঝে এ সংবর্ধনা দেওয়া হয়। এদিকে পুরো উপজেলায় ৮১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫০ টি মাধ্যমিক বিদ্যালয়, ৩১ টি দাখিল মাদ্রাসা ও ভোকেশনালসহ মোট ৬,৬৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪,৯৩৩ জন মোট পাশের হার ৭৩ দশমিক ৬৬ শতাংশ।