কুমিল্লার দেবীদ্বারে সংবাদ সংগ্রহ করতে যাওয়া ৮ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামী শাহজাহানকে(৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে উপজেলার এলাহাবাদ পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহজাহান ওই এলাকার মৃত শামসু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, সাংবাদিকদের ওপর হামলার মামলার প্রধান আসামি শাহজাহানকে শুক্রবার বিকালে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।’প্রসঙ্গত,গতকাল বৃহস্পতিবার উপজেলার এলাহাবাদ পূর্বপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গেলে গ্রেপ্তার শাহজাহানের নেতৃত্বে ২৫-৩০ জন অস্ত্রসহ সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে ৮ সাংবাদিকসহ মোট ১২ জন আহত হয়। ওই ঘটনায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে এশিয়ান টিভির দেবীদ্বার উপজেলা প্রতিনিধি মো. নেসার উদ্দিন বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে ও ৩০ জনকে অজ্ঞাত আসামি করে দেবীদ্বার থানায় একটি মামলা করেন।