সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশ ও দেশের বাইরে কুটি ভক্ত অনুসারীদের মাঝে। যারা ঢাকায় খালেদা জিয়ার জানাজা নামাজে উপস্থিত হতে অক্ষম তাদের জন্য খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনায় দেবীদ্বারে ৪ টি স্পষ্টে একযুগে গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এতে সকলের অবগতির জন্য গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুমিল্লা-৪, দেবীদ্বার আসনের বিএনপির মনোনীত, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সির নির্দেশনায় আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ আসর দেবীদ্বারে বেশ কিছু স্থানে গায়েবানা নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে- ১/ দেবীদ্বার পৌরসভা ও তার আশে- পাশের ইউনিয়নের আয়োজনে বাদ আসর দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট হাইস্কুল মাঠ। ২/ সুলতানপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাদ আসর সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ।
৩/ বরকামতা ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাদ আসর গায়েবানা জানাজা নামাজে অনুষ্ঠিত হবে,বাগমারা আলীম মাদ্রসা মাঠ।
৪/ রাজামেহার ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাদ আসর রাজামেহার হাইস্কুল ও কলেজ মাঠে এ গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এ নামাজে সকলে উপস্থিত হয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনা করার জন্য তিনি সবিনয়ে অনুরোধ প্রদান করেন।