ইসলামী আন্দোলন বাংলাদেশসহ দেশের ওলামায়ে কেরাম ও ইসলামী দলগুলোর টানা প্রতিবাদ-বিক্ষোভ ও উদ্বেগ সত্তে¡ও মার্কিন স্বার্থে অন্তর্র্বতী সরকার ঢাকায় জাতিসংঘের মানবাধিকার মিশন কার্যালয় স্থাপন চুক্তিতে সই করায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই চুক্তি বাতিল করার আহবান জানাচ্ছি।
শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র দেবীদ্বার কার্যালয়ে আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনীময় সভায়, কুমিল্লা-৪ (দেবীদ্বার) নির্বাচনী এলাকার ‘হাতপাখা’ প্রতীকের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী আলহাজ¦ মো. আঃ করিম এসব কথা বলেন।
আলহাজ¦ মো. আঃ করিম আরো বলেন, দেশের নাগরিকদের মতামত ও উদ্বেগ উপেক্ষা করে কোনও স্পর্শকাতর ইস্যুতে এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না সরকার। শুধু মানবাধিকার কমিশন চুক্তিই নয়, দেশের স্বার্থ বিরোধি করিডোর ও বন্দর ইজারা দেয়া হবেনা। রাস্ট্র এবং জনগনের জবাবদিহীতার আওতায় আনতে হলে পিআর পদ্ধতীতে নির্বাচন করতে হবে।
উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কুমিল্লা উত্তর জেলা সেক্রেচারী মুফতী রাশেদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা (উঃ) জেলা সভাপতি মাওঃ আ, ম, ম,উবায়দুল হক, সাধারন সম্পাদক মাওঃ নুরুল ইসলাম উসমানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র দেবীদ্বার শাখার উপদেষ্টা ডাঃ মহসীন আলম, উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র দেবীদ্বার শাখার সভাপতি মো. পারভেজ আহমেদ ভূইয়া, মুফতী রকিবুল হাসান মাহমুদী, যুব আন্দোলন উপজেলা সভাপতি প্রভাষক মো. জাতির হোসাইন, সহ-সভাপতি মাওলানা মামুনুর রশদি ফরায়েজী প্রমূখ।