1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফ্যাসিস্ট হাসিনা পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালি দেবীদ্বারে তিনদফায় বিএনপির বিজয় মিছিল,বৃষ্টিতেও থেমেনি রেজভীউল সমর্থকদের উল্লাস:গণ মিছিলে জামায়াত বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল কুমিল্লা নাভানা হসপিটালের এমডি হলেন দেবীদ্বারের আবদুল আউয়াল কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে কুবিতে আলোকচিত্র প্রদর্শনী উপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন- ছাত্রদলের সম্পাদক গৌরব গাঁথায় ১২ শহীদের উপজেলা দেবীদ্বারে মেয়ে আম খাওয়ার কথা বললেও কিনে দিতে পারিনি,স্বামী হারা- দেলোয়ারা বেগম নাঙ্গলকোটে জানাযা থেকে ইউপি সদস্যকে অপহরণ, কুপিয়ে হত্যা

দেবীদ্বারে শিঘ্রই ৩০ বেডের করোনা ইউনিট চালু হচ্ছে !

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৫৩৮ বার দেখা হয়েছে
 ( দেবীদ্বার-কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার দেবীদ্বারে শিঘ্রই ৩০বেডের করোনা ইউনিট চালু হচ্ছে। মঙ্গলবার বিকেলে দেবীদ্বারের করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে যেয়ে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল ওই করোনা ইউনিট চালু করার বিষয়টি ‘দৈনিক আজকালের খবরকে নিশ্চিত করেছেন।
ইতিমধ্যে দেবীদ্বার সরকারী হাসপাতাল সংলগ্ন সাবেক যুগ্ম- সচিব মাহববুররহমান’র ‘মাহবুব পাঙ্গন
প্রতিষ্ঠিত ‘আল ইসলাম হাসপাতাল’টি অন্যত্র স্থানান্তরিত হওয়ায় ওই ভবনটি খালি পড়ে আছে। ওই ভবনটিকে করোনা ইউনিট হিসেবে চালু করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল বলেন, ইতিমধ্যে ভবন মালিকের সাথে কথা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও ভবনটি পরিদর্শন করেছেন। করোনা বিশেষজ্ঞও আমাদের আছে, কয়েকজন চিকিৎসক ও নার্সসহ জনবল বাড়ানো প্রয়োজন। তাছাড়া ৩টি অক্সিজেন কোম্পানীর সাথে কথা বলেছি। উন্নতমানের অক্সিজেন সিলিন্ডার খুঁজছি। অক্সিজেন সিলিন্ডার এর ব্যবস্থা হলেই করোনা ইউনিট চালু করে দেব।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির জানান, করোনা প্রভাব বৃদ্ধির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩তলা ভবনটি ৫বেডের করোনা ইউনিট হিসেবে চালু করেছি। চলমান বৈশ্বিক করোনা মাহামারীতে করোনার আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ওই করোনা ইউনিটটিকে ১০ বেডে উন্নীত করেছি। তাতেও সংকোলান হচ্ছেনা। প্রতিদিনই বেশ কিছু মূমূর্ষ রোগীকে কুমিল্লা বা ঢাকায় স্থানান্তরিত করতে হচ্ছে। অধিকাংশ রোগিদের হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মহোদয় অবগত হওয়ার পর পাশর্^বর্তী একটি প্রাইভেট হাসপাতাল অন্যত্র স্থানান্তরিত হওয়ায় ওই ভবনটি এখন খালি পড়ে আছে। সংসদ সদস্য মহোদয় ওই ভবনটিতে আলাদা একটি করোনা ইউনিট চালু করার চেষ্টা করছেন। ভবনটিতে ২০থেকে ৩০বেডের করোনা ইউনিট করা যাবে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আমি সহ ২২জন ও ৫টি উপস্বাস্থ্য কেন্দ্রে ৫জন সহ ২৭জন চিকিৎসক রয়েছেন। এদের মধ্যে ৯জন ডেপুটেশনে, ৬টি পদ শুণ্য এবং ১টি পদের চিকিৎসক মাতৃকালীন ছুটিতে আছেন। বাকী ১১জন এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কয়েকজন চিকিৎসক নিয়ে করোনা রোগী সহ সাধারন রোগীদের সেবা দিয়ে আসছি। এ মূহুর্তে আরো একটি করোনা ইউনিট বাড়ালে চিকিৎসক, জনবল ও অক্সিজেন সিলিন্ডার সহ কিছু ইনুষ্টলম্যান্টের প্রয়োজন হবে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, করোনা পরিস্থিতির উপর নির্ভর করেই আমরা একটি ভবনে ২–৩০ বেডের একটি নতুন করোনা ইউনিট চালু করার পরিকল্পনা করছি। এবিষয়ে এমপি মহোদয়, ডিসি স্যার ও সিভিল সার্জন’র সাথে কথা বলেছি, খুব শীঘ্যই চালু করার চেষ্টা করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ফ্যাসিস্ট হাসিনা পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‍্যালিদেবীদ্বারে তিনদফায় বিএনপির বিজয় মিছিল,বৃষ্টিতেও থেমেনি রেজভীউল সমর্থকদের উল্লাস:গণ মিছিলে জামায়াতবৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিলকুমিল্লা নাভানা হসপিটালের এমডি হলেন দেবীদ্বারের আবদুল আউয়ালকুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়াছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে কুবিতে আলোকচিত্র প্রদর্শনীউপদেষ্টা আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন- ছাত্রদলের সম্পাদকগৌরব গাঁথায় ১২ শহীদের উপজেলা দেবীদ্বারেমেয়ে আম খাওয়ার কথা বললেও কিনে দিতে পারিনি,স্বামী হারা- দেলোয়ারা বেগমনাঙ্গলকোটে জানাযা থেকে ইউপি সদস্যকে অপহরণ, কুপিয়ে হত্যা