মো. ইসহাক দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি
সারাদেশে বিএনপির জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা দেবীদ্বারে গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর বাজারে উক্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়।
দেবীদ্বার’র সাবেক ৪ বারের সাংসদ ইন্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর নির্দেশে উক্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন ফতেহাবাদ ইউনিয়ন বি এন পির সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন, সাংঘঠনিক সম্পাদক আব্দুল জলিল মেম্বার,দেবীদ্বার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: সালাহউদ্দিন রুহুল,
সাবেক ছাত্রদল নেতা মো: রমজান হোসেন,উপজেলা যুবদল নেতা সৈয়দ মুকবল হোসেন,ফতেহাবাদ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি,কামাল হোসেন ভূইয়া,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: জামাল হোসেন মিয়াজী প্রমুখ।
বর্তমান তেল গ্যাস সহ সকল দ্রব্যমূল্যর উর্ধগতি গনবিরোধী সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি জানান,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করারও দাবি জানান নেতা কর্মীরা। নেতাকর্মীরা আওয়ামীলীগ সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, অবৈধ সরকার গঠন করে দীর্ঘ ১৫ বছর ধরে দেশের সাধারণ মানুষের রক্ত চোষে খাচ্ছেন,তাই সাধারণ মানুষ এখন দলে দলে আমাদের সাথে আন্দোলনে সামিল হয়েছে।