দেবীদ্বারে প্রত্যাশা ফাউন্ডেশনের পক্ষ থেকে শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলার বড়আলমপুর বঙ্গবন্ধু মডেল একাডেমি বিদ্যালয় ভবনে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে উক্ত বিদ্যালয়ের অধ্যক্ষ মিছির উদ্দীনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক মোঃ আবুল বাশার, শিক্ষক মনরন্জন দাস, উম্মে হাবীবা, সৈয়দা মাহমুদা, মাহমুদা পারভীন, ছাত্রলীগ নেতা ফুয়াদ হাসান প্রমুখ।
এসময় অতিথিরা শতাধিক শিশু শিক্ষার্থীদের হাতে ঈদসামগী তুলে দেন। ভবিষ্যতে শিক্ষার্থীদের নিয়ে আরো ভালো কিছু করার পরিকল্পনা রয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।