কুমিল্লার দেবীদ্বারে বাড়ির পাশে শিশুদের সাথে খেলতে গিয়ে জাইফা(২) নামে এক শিশুর পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টায় উপজেলার ৭নং এলাহাবাদ ইউনিয়নের এলাহাবাদ গ্রামের পশ্চিম পাড়া ন্যাপ নেতা মালেক মিয়ার বাড়ির পুকুরে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত জাইফা ওই বাড়ির দেলোয়ার হোসেনের কন্যা। এক ভাই (মিনহাজুল জায়ান (৩) ও এক বোনের মধ্যে জাইফা ছিল ছোট। স্থানীয়রা জানান, সোমবার দুপুরে শিশু জাইফা অন্যান্য শিশুদের সাথে বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। জাইফার মা সন্তানের খুঁজে এসে তাঁকে না পেয়ে দিকবিদিক খুঁজতে থাকেন। একপর্যায়ে তাকে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে শিশুটির মা মৃতবস্থায় তাকে উদ্ধার করেন।