শফিউল আলম রাজীব দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার দেবীদ্বারে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ’র সাবেক সদস্য সচিব মোঃ মিজানুর রহমান’র নিজস্ব অর্থায়নে এতিম ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার বড় আলমপুর, ভিংলাবাড়ি সহ বিভিন্ন ওয়ার্ডের এতিম ও অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে ওই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সুলতান আহমেদ, মোঃ আশিকুল হক জয়, মোঃ ইউনুছ, রানা, বাবুল, ডালিম ও ছাত্রলীগ নেতা ইসতিয়াক রাশেদ প্রমুখ।
দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সচিব ও উপজেলা সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মিজানুর রহমান বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র দিকনির্দেশনায় এতিম ও অসহায় পরিবারের পাশে আমি দাঁড়িয়েছি। আমি সবসময় অসহায় গরীব দুঃখী এই মানুষগুলোর পাশে থাকতে চাই। কেননা আমার রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা।
তিনি আরো বলেন, দেবীদ্বার উপজেলায় করোকালীন সময় থেকে কুইক রেসপন্স স্বেচ্ছাসেবক টিম এখনো কাজ করে যাচ্ছে। আমাদের এই টিমের মূল উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা। দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের এই টিম সবসময় প্রস্তুত।