আঁখিনুর আক্তার নামের এক নারী সাংবাদিকের উপর হামলার ঘটনায় দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের মাদক ব্যবসায়ি সুমন চন্দ্র দাস সহ ৪জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকালে ওই নারী সাংবাদিক বাদী হয়ে দেবীদ্বার থানায় এই মামলা দায়ের করেন। আঁখিনুর আক্তার দৈনিক যুগান্তরের ঢাকা রামপুড়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, আঁখিনুর আক্তার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে। তিনি চাকুরীর সুবাধে ঢাকায় থাকেন, একমাত্র বড় বোন লাকি আক্তার থাকেন শশুর বাড়িতে। তাদের মা রফেজা বেগম গ্রামের বাড়িতে থাকেন। পাশ্ববর্তী বাড়ির সন্তোষ চন্দ্র দাসের ছোট ছেলে সুমন চন্দ্র দাস ও তার স্ত্রী ভাগ্য রানী দাস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে যাচ্ছেন। সাংবাদিক আঁখিনুর আক্তারের মা একা বাড়ি থাকার সুযোগে এবং আইন শৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার এড়াতে সুকৌশলে সাংবাদিকের বসত ঘরে মাদক রেখে ব্যবসা চালিয়ে যেতে চায় সুমন। এমন অভিযোগ করেন ওই নারী সাংবাদিক। সেই কারনে ওই সাংবাদিকের মাকে বিভিন্ন সময় চাপ প্রয়োগ করে তাদের ঘরে মাদক রাখত বলে অভিযোগ তুলা হয় । সাংবাদিক আঁখিনুর আক্তারের মা রফেজা বেগম এতে রাজি না হওয়ায় তাকে গালমন্দ করে এবং মারধর করতে আসে মাদক ব্যবসায়ি সুমন চন্দ্র দাস। বিষয়টি জানতে পেয়ে সাংবাদিক আঁখিনুর আক্তার তার ফেইসবুকে মাদক ব্যবসার বিরুদ্ধে পোস্ট করেন। এতে মাদক ব্যবসায়ি সুমন আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গত শনিবার বিকালে সাংবাদিক আঁখিনুর আক্তার ও তার বড় বোন বাড়িতে আসলে মাদক ব্যবসায়ি সুমন তার দলবল নিয়ে তাদের উপর হামলা চালায় এবং তাদেরকে মারধর করে। ওই ঘটনায় সাংবাদিক আঁখিনুর আক্তার বাদী হয়ে মাদক ব্যবসায়ি সুমন চন্দ্র দাস, তার স্ত্রী ভাগ্য রানী দাস, বড় ভাই উত্তম চন্দ্র দাস ও বড় ভাইয়ের স্ত্রী রিতা রানী দাসকে আসামী করে রোববার বিকালে দেবীদ্বার থানায় মামলা দায়ের করেন। মামলা নাম্বার ২৫।
সাংবাদিক আঁখিনুর আক্তার বলেন, আমার মা বাড়িতে একা থাকেন। তার একা থাকার সুযোগে মাদক ব্যবসায়ি সুমন আমাদের ঘরে মাদক রেখে নিরাপদে ব্যবসা চালিয়ে যেতে চায়। এতে আমার মা রাজি না হওয়ায় আমার মাকে গালমন্দ করা সহ বিভিন্ন সময় মারতে আসে। বিষয়টি জানার পর আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করি এবং তাদের জিজ্ঞাসা করলে তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং শনিবার বিকালে আমি বাড়িতে আসলে তারা আমাদের উপর হামলা করে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, নারী সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।