দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় আজ বুধবার (১৯ এপ্রিল) দুপুরে গৌরিপুর পুলিশ ফাঁড়িতে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
পোশাক বিতরণে উপস্থিত ছিলেন গৌরিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান,লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় উপদেষ্টা ডাঃ সফিকুল ইসলাম,সাংবাদিক আলমগীর হোসেন,সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, অর্থ সম্পাদক সাইদুল হাসান শাকিল,ঢাকা শাখার সভাপতি জিয়া উদ্দিন,কুমিল্লা উত্তর শাখার সাধারণ সম্পাদক মির্জা মোঃ নাঈম,সমাজকল্যাণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন প্রমুখ।
সংগঠনটির সকল সদস্য স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তারা নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের মুখে হাঁসি ফুটাতে ঈদের এই নতুন জামা উপহার দিচ্ছেন। গত পাঁচ দিনে ধারাবাহিক এই কার্যক্রমের মাধ্যমে প্রায় দু হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দিচ্ছে তারা। লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান,গত ১২ বছর ধরে টিফিনের টাকা বাঁচিয়ে সুুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান,শিক্ষা উপকরণ বিতরণ,ঈদের নতুন পোশাক বিতরণ,মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করে আসছেন তারা।