কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বরকোটা গ্রামের ফুল মিয়ার ছেলে মাহমুদুর রহমান সামি (১৩) এর হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিলি ও মানববন্ধন করেছে নিহত সামির আত্মীয় স্বজনসহ ওই এলাকার কয়েক শতাধিক স্থানীয় বাসিন্দা। ১ ডিসেম্বর সকালে ঢাকা-মতলব সড়কের বিটেশ্বর নামক স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বরকোটা গ্রামের গিয়াস উদ্দিন ও জোৎসনা বেগম সামিকে বেরানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় বলে অভিযোগ করেন নিহতের পরিবার। পরে গেল ১৬ নভেম্বর ২০২৩ ইং তারিখে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামের একটি মাছের প্রজেক্ট থেকে সামির হাত পা বাধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোজাম্মেল হক জানতে চাইলে তিনি জানান ঘটনায় পুলিশ গিয়াস উদ্দিন ও জোৎসনা বেগমকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।