সংগঠনের উদ্যোগে রক্তদানকারীদের অনুপ্রেরণা যুগাতে মঙ্গলবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশিষ্ট ব্যবসায়ী এমএ সাত্তার সংগঠনের সকল সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার হিসেবে উন্নত মানের কিউ&কিউ হাত ঘরি উপহার দেওয়া হয় প্রতিজন ব্লাড ডোনারের মাঝে।
এছাড়াও এলাকার অসহায় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন বিশিষ্ট ব্যবসায়ী এমএ সাত্তার, তিনি দীর্ঘ দিন যাবৎ বৈশ্বিক মহামারি করোনাকালীন সময়েও এলাকার অসহায় মানুষের পাশে থেকে সাহায্য করেছেন।
যেকোনো সমস্যায় পড়ে কেউ তাঁর কাছে গেলে কখনো খালি হাতে ফিরান নি তিনি। একটি সুন্দর পৌরসমাজ বিনির্মাণে তিনি দীর্ঘ দিন যাবৎ কাজ করে যাচ্ছেন নিরবে নিভৃতে। ক্লীন ইমেজের লোক হিসেবে তাঁর জুড়ি নেই।
এক প্রতিক্রিয়ায় এ জনদরদী মানবিক মানুষ এমএ সাত্তার জানান, আমি চাই দাউদকান্দি পৌরসভার প্রতিটি মানুষ ভালো থাকুক। আমাকে আল্লাহ যতোদিন বাঁচিয়ে রাখবে আল্লাহর কৃপায় আমি মানুষের পাশে থেকে মানবসেবা করে যেতে চাই।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানরা যদি সকলেই অসহায় মানুষের পাশে থেকে সাহায্য করে তাহলে এই সমাজে আর দারিদ্র্যতা থাকবে না। তাই সকল বিত্তবানরা অসহায় মানুষের পাশে থাকুক।