দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলার দাউদকান্দিতে অসহায় দরিদ্র দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ডায়বেটিস পরীক্ষা সহ ডেঙ্গু সচেতন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নব্য বিএমডিসি নিবন্ধিত ডাক্তার ফাহমিদার আক্তারের উদ্যোগে গতকাল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চরচারিপাড়ায় উল্লাস মাল্টিমিডিয়া স্কুলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত ডাক্তারদের ফুল্লেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও শিক্ষক, শিক্ষার্থীরা। অন্যদিকে ডাক্তার ফাহমিদাকে শুভেচ্ছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে আগত ডাক্তারগণ।
মেডিকেল ক্যাম্পটিতে চিকিৎসা সেবা প্রদান করেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভারপ্রাপ্ত অবাসিক মেডিকেল কর্মকর্তা সাকিব আবরার,মেডিকেল অফিসার তাহমিনা আক্তার ও ডাক্তার ফাহমিদা আক্তার। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দাউদকান্দি।