মোঃ জুয়েল রানা,তিতাস প্রতিনিধি
ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কুমিল্লার তিতাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কুমিল্লা-২(তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশিক-উর-রহমান,তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাহিনুল ইসলাম সোহেল সিকদার,দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, প্রচার সম্পাদক জাকির মুন্সি, উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. সাইফুল আলম মুরাদ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই-আলম,উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেন শিকদার,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুকবল মাহমুদ প্রধান, ্নাজমুল হাসান কিরন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম কামরুল হাসান তুষার ও সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেলসহ বীর মুক্তিযোদ্ধা,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
আলোচনার পূর্বে ভাষা আন্দোলনে শহীদদের স্বরণে উপজেলা পরিষদ মাঠে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য,উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ,যুবলীগ,শ্রমিকলীগ,কৃষকলীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।