নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ৪১টি বিয়ারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। ২৬ নভেম্বর শনিবার দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাশিপুর নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জগমহনপুর গ্রামের মোঃ আবুল কাশেম এর ছেলে মোঃ আক্তার মিয়া (৩২) এবং একই গ্রামের আব্দুল বারিক এর ছেলে মোঃ মনসুর আহমদ (৩১)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১,সিপিসি-২,কুমিল্লার উপপরিচালক কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
তিনি বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিয়ারসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।