কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন ভূমি অফিসে সেবা গ্রহিতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে কর্মরত দুজনকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া দুজন হলেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো: ইউসুফ এবং অফিস সহায়ক মো: মনিরুজ্জামান। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামাল হোসেন।
ইউএনও জামাল হোসেন জানান, বর্তমানে সকল ধরণের ভূমি সেবা সম্পূর্ণ ক্যাশলেস। নামজারি বা ভূমি উন্নয়ন কর অনলাইনে জমির মালিক নিজেই ঘরে বসে পরিশোধ করতে পারেন। কোনো সেবা প্রদানের ক্ষেত্রে ভূমি অফিসের কোথাও নগদ লেনদেনের সুযোগ নেই। কিন্তু মুন্সিরহাট ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং একই অফিসের অফিস সহায়ক ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানের জন্য সেবাগ্রহীতার নিকট থেকে অনৈতিক আর্থিক সুবিধা নিয়েছেন। এই অভিযোগে গেলো ৭ মে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো: ইউসুফ এবং অফিস সহায়ক মো: মনিরুজ্জামানকে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়। উভয়কে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা রুজুর ব্যবস্থা গ্রহণ করা হয়। বর্তমানে অভিযুক্ত সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং অফিস সহায়ক চাকুরি থেকে সাময়িক বরখাস্ত রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। এছাড়াও এই অফিসের অন্য কোনো কর্মচারী এমন ঘটনার সাথে জড়িত রয়েছেন কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।