দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোশকান্দি গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মোঃ রেজাউল (২৯) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকেলে দাউদকান্দি থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর ভূইয়া জানান- এ ঘটনায় নিহতের ছোট ভাই ইউছুব বাদী হয়ে বৃহস্পতিবার রাতে হত্যা মামলা দায়ের করলে
১৩ জন এজাহার নামীয় আসামীদের মধ্যে থেকে এ ঘটনায় শুক্রবার ২১ এপ্রিল ভোর রাতে খোসকান্দি গ্রামের আলী জব্বরের স্ত্রী নার্গিস বেগম (৪১) ও হাসেম মিয়ার স্ত্রী মর্জিনা আক্তার (৪০) কে আটক করেছে পুলিশ।
এদিকে গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত ৮ টায় খোশকান্দি গ্রামের হারুনের চা দোকানে একই গ্রামের (ফকির বাড়ি) মোরশেদ মিয়ার ছেলে মো. শরীফ (১৮) এর সাথে একই গ্রামের (মধ্যপাড়া) কফুল মিয়ার ছেলে আলী জব্বারের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আলী জব্বার মোঃ শরীফ কে মারধর করেন । মারধরের সংবাদ পেয়ে মোঃ শরীফের চাচাতো ভাই মোঃ রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসা করলে তাকেও মারধর করেন। একপর্যায়ে লাঠিসোটা দিয়ে খোশকান্দি গ্রামের লতিফ মিয়ার ছেলে কাঠমিস্ত্রি মোঃ জহির, কফুল মিয়ার ছেলে আলী জব্বার, হাসেম খান,মানজুসহ ২০/২৫ জন মোঃ শরীফ ও রেজাউল করিমকে পিটিয়ে গুরতর আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে আহতদের স্বজনরা তাদের উদ্ধার করে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকা নেওয়ার পথে মোঃ রেজাউল করিম মারা যায়। নিহত মোঃ রেজাউল করিম দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোশকান্দি গ্রামের সাইজুদ্দিনের ছেলে।
দাউকান্দি থানা ওসি তদন্ত শহিদুল্লাহ প্রধান জানান নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।