নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে কুসিক নির্বাচনের মাঠ। এক প্রার্থী অন্য প্রার্থীর বিরুদ্ধে দিচ্ছেন বিভিন্ন অভিযোগ। এর মধ্যেই চলছে প্রচারণা। প্রচারণার নবম দিনে শনিবার (৪ জুন) সকাল থেকে মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
নৌকার প্রতীকের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত বেলা ১১টায় নগরীর চকবাজার ফয়সাল হসপিটাল এলাকায় গণসংযোগের মধ্য দিয়ে নবম দিনের প্রচারণা করেন। সকাল সাবেক মেয়র স্বতন্ত্রপ্রার্থী মনিরুল হক সাক্কু সকাল সাড়ে ১০টায় ২১ নম্বর ওয়ার্ডের শাকতলা এলাকা থেকে সারা দিন গণসংযোগ করেন।
আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার সকাল ১০টায় নগরীর ৪ নম্বর ওয়ার্ডের জজকোর্ট এলাকা থেকে প্রচারণা করেন।
এদিকে ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একাধিক দলে বিভক্ত হয়ে ঘুরছেন পাড়া মহল্লায়।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।