নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
৮ ডিসেম্বর বিকাল ৩টায় বোর্ড ক্যাম্পাস অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালের কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ড এর পক্ষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.জামাল নাছের বলেন,তিনি সকলকে বিজয়ের শুভেচ্ছা জানান এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে বাস্তবায়নে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করা ও সেবা প্রদানে আন্তরিক হওয়ার জন্য আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ড.মোঃ আসাদুজ্জামান,কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী,উপ-পরিচালক মোহাম্মদ সানাউল্লাহ মিয়া,উপ-বিদ্যালয় পরিদর্শক মোঃ কামরুজ্জামান,উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) ড.মোঃ সফিকুল ইসলাম,উপ-সচিব(প্রশাসন) এ কেএম সাহাবউদ্দিন, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হক, উপসচিব(একাডেমিক)মোহাম্মদ সাফায়েত মিয়া,উপ পরীক্ষা নিয়ন্ত্রক উচ্চ মাধ্যমিক মোহাম্মদ হাবিবুর রহমান, সিনিয়র সিষ্টেমস্ এনালিষ্ট প্রকৌশলী বিকাশ চন্দ্র মল্লিকসহ সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।