কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) প্রতিষ্ঠার দাবির প্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৯ জুলাই ( মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট কমিঠি গঠন করা হয়। গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যপক ড. এম. এম. শরীফুল করীম এবং সদস্য সচিব হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুল্লাহ আল মাহবুব। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মুহম্মদ আহসান উল্যাহ, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান, একই বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মুতাসিম বিল্লাহ। উল্লেখ্য, এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে।