কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা অধুনা থিয়েটার এর ৩২ বছর উদযাপন ও ৫ম অধুনা নাট্যউৎসবের লগো উন্মোচন অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যা কুমিল্লা বীরচন্দ্র নগর মিলায়াতনে এ উৎসবের লগো উন্মোচন করেন প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহার উদ্দিন বাহার। অধুনা থিয়েটারের সভাপতি প্রফেসর জামাল নাছের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধুনায় নাট্য ৫ম নাট্য উৎসব চেয়ারম্যান মেজর জেনারেল অব মুস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা এড. জহিরুল ইসলাম সেলিম, বিশিষ্ট লেখক ও ছড়াকার জহিরুল হক দুলাল, নাট্যকার হাশিম আপ্পু, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, বিশিষ্ট আইনজীবী সৈয়দ নুরুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, নারীনেত্রী দিলনাশি মোহসেন। উৎসব কথা বলেন অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা এড. শহীদুল হক স্বপন। স্বাগত বক্তব্য রাখেন অধুনায় থিয়েটার এর সাধারণ সম্পাদক মাজহার শিহাব। অনুষ্ঠানে কুমিল্লার সাংস্কৃতি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনার পর ৩২ পাউন্ড কেক কাটেন অতিথিবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৮ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত কুমিল্লা শিল্পাকলা একডেমীতে ৫ম অধুনা নাট্যউৎসব অনুষ্ঠিত হবে।