কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক শামীম আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, কুমিল্লা সিভিল সার্জন ডা.নাছিমা আক্তার।
আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ডা.আসাদুজ্জামান,এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য জেলা কমান্ডার সফিউল আহম্মেদ বাবুল। আলোচনা সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দউপস্থিত ছিলেন।