নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ১৭ উপজেলা ও সিটি করপোরেশনের চার হাজার ৯৩২টি কেন্দ্রে ছয় থেকে ৫৯ মাস বয়সী ১০ লাখ ৩ হাজার ৫০০ শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের কার্যালয়ে কুসিক মেয়র আরফানুল হক রিফাত।
এসময় উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ড.সফিকুল ইসলাম এবং কুসিকের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী।
সোমবার সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত চলবে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। ক্যাপসুল খাওয়ানোর কাজে প্রশিক্ষণপ্রাপ্ত ৯ হাজার ৮৬৪ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। কুমিল্লা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে কুমিল্লা সিটি করপোরেশনের ১০৫টি কেন্দ্রে ৫৫ হাজার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। তিনি আরও বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল ও ১২ থেকে ৫৯ বয়সী শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের নিয়ে অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।