নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় সমকাল সুহৃদ সমাবেশ আয়োজনে ‘সমকাল ও আইটি প্যালেস তথ্য প্রযুক্তি উৎসব’উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নগরীর বাগিচাগাঁও এলাকায় কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে মঙ্গলবার সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের।
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাষাসৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শাহ্ মো.আলমগীর খান, আইটি প্যালেসের প্রধান নির্বাহী নজরুল আমিন, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ বিজয়ীর মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা।