নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় যমুনা ব্যাংকের ১৬৭ তম শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজারে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ও এলজিআরডি মন্ত্রী মো.তাজুল ইসলাম ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার(এমপি)। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত,যমুনা ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ,এ সময় সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল,কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক, সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা জেলা পরিসদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লা আল মাহমুদ সহিদ, মাননীয় এলজিআরডি মন্ত্রীর উন্নয়ন সমন্বয়কারী ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ কামাল হোসেনসহ ব্যবসায়ী,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।