কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবাকে বাঁশ দিয়ে পেটানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।
তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃদ্ধ বাবাকে পেটানোর ভিডিও পুলিশের নজরে আসলে সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করি। শনিবার সকালে তার ছেলেকে তার বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওপ্পেলা রাজু নাহা বলেন,গ্রেপ্তারের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় ছেলে তার বাবাকে দুই দফায় একবার নিজের হাতে আরেকবার লাঠি দিয়ে পেটায়।
অভিযুক্তের নাম আবদুল মান্নান, তার বাবা আবদুল জলিল।