নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে “চেতনায় নজরুল” ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসন,জেলা পুলিশ, জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লা, নজরুল পরিষদ, কালচারাল কমপ্লেক্স, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র,কুমিল্লা সাংস্কৃতিক জোট, কুমিল্লা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ,জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ,সারেগামাপা কুমিল্লা,নবাব ফয়জুনেচ্ছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা জিলা স্কুল, ফরিদা বিদ্যায়তন, নজরুল মেমোরিয়াল একাডেমী, খেলাঘর কুমিল্লা, শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলা সংস্কৃতি বলয়,কুমিল্লা।
পরে বেলুন উড়িয়ে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ আকম বাহাউদ্দিন বাহারসহ অতিথিগণ।
এরপর নজরুল জীবন ভিত্তিক আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনী উদ্বোধন করেন অতিথিগণ।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
প্রধান আলোচক ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড.রফিকউল্লাহ খান।
আলোচক ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রাজিব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহতাব সোহেল।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।