নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিএনজিচালিত অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় মঙ্গলবার রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাধাইয়া এলাকার ২৫ বছরের সোহেল ও ৪৬ বছরের নাজমা বেগম।
তথ্য নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম চৌধুরী।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ঈদের দিন ভোর ৪টার দিকে সড়কের পাশে দাড়িয়ে থাকা অটোরিকশাকে একটি প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মাসুদ ও পথচারী নাজমা বেগম নিহত হন। প্রাইভেট কারে থাকা এক নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়া হয়।
পুলিশ কর্মকর্তা মাসুদ আলম চৌধুরী বলেন, ‘অটোরিকশা ও প্রাইভেট কারটি ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।