কুমিল্লার আদর্শ সদর উপজেলায় গোমতী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকা সংলগ্ন নদীর অংশে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মো. নাইম (১৫)। তিনি উপজেলার বাজার চৌয়ারা এলাকার বাসিন্দা ও কুরআনের একজন হাফেজ ছিলেন। জানা যায়, শুক্রবার সকালে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলে গোমতী নদীতে গোসল করতে নামেন হাফেজ নাইম। এ সময় নদীর তীব্র স্রোতে তলিয়ে যায় সে। সহপাঠীরা তাকে অনেক খোঁজাখুজি করলেও উদ্ধার করতে পারেননি। পরে ৫ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ঘটনাস্থল থেকে প্রায় ১ কি.মি দূরে টিক্কারচর এলাকায় ভাসমান অবস্থায় নাইমের মরদেহ উদ্ধার করে স্বজনেরা।
নদীতে ডুবে হাফেজ নাইমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে একজন কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি।