কুমিল্লা সদরে সিএনজি ভর্তি ৩০ কেজি গাজাসহ দুজনকে আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
রবিবার (১১ মে) সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদরের শালধর সামারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, সদরের বড় আলমপুর গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ শাহাদাত হোসেন রবিউল (২৩) এবং একই গ্রামের টিপু সুলতানের ছেলে মোঃ রবিউল হাসান (২১)।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।