জুলাই যোদ্ধা,ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র’শরিফ ওসমান বিন হাদি’র উপর গুলিবর্ষনের প্রতিবাদে দেবীদ্বারে বিএনপি,জামায়াত,এনসিপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার বিকেল পৌনে ৫ টায় একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট,মুক্তিযোদ্ধা চত্তরের ”স্বাধীনতা স্তম্ভের” পাদদেশে এক প্রতিবাদ সমাবেশ করা হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,জামায়েত নেতা তমিজ উদ্দিন,ছাত্রদল নেতা মাহমুদুল হাসান তানিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়ামুর রহমান,এনসিপি নেতা ইয়াছির আরাফাত প্রমূখ। বক্তারা বলেন, জুলাই যোদ্ধা,ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী‘শরিফ ওসমান বিন হাদিকে যারা গুলি করে হত্যা করেছে,তাদের দ্রুত বিচারই নয়,এ হত্যাকান্ডের গোড়া মূলোৎপাটন করে মূল রহস্য জনসম্মূখে স্বেতপত্র হিসেবে প্রকাশ করতে হবে।