এ আর আহমেদ হোসাইন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনুমোদিত ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর উপদেষ্টা হলেন কুমিল্লার- ৪,দেবীদ্বার থেকে চারবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী। কমিটিতে প্রকৌশলী এ এন এইচ আক্তার হোসেনকে প্রধান উপদেষ্টা করে ৩৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এছাড়াও শাহরিন ইসলাম তুহিনকে আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর কমিটি গঠন করা হয়। এ কমিটিতে প্রকৌশলী মন্জুরুল আহসান মুন্সীকে ১২তম উপদেষ্টা করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মঞ্জুরুল আহসান মুন্সীর সুযোগ্য সন্তান কুমিল্লা জেলা উত্তর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী। এর আগে ১৫ সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এ উপদেষ্টা কমিটিতে মন্জুরুল আহসান মুন্সীকে উপদেষ্টা করায় তার নেতা- কর্মীদের মাঝে উল্লাস লক্ষ্যে করা যায় এবং দেবীদ্বার বাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনে মুখরিত হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ তার সংসদীয় আসন দেবীদ্বার উপজেলায়।